কুয়েতে টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে প্রবাসী ক্রীড়া প্রেমীদের জন্য টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৫টায় কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে সিলেট সিক্সসার্স ও মুন্সিগঞ্জ স্টার ক্লাবের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে টসে জিতে সিলেট সিক্সসার্স কুয়েতের অধিনায়ক তারমিম আলম ব্যাট করার সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
খেলায় সিলেট সিক্সসার্স নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ২৫০ রান তুলতে সক্ষম হয়। অন্যদিকে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১৭২ রানেই থমকে যায় মুন্সিগঞ্জ স্টার ক্লাবের ইনিংস। ফলে সিলেট সিক্সসার্স ৭৮ রানে জয় নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
বিজ্ঞাপন
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সাংবাদিক আ হ জুবেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেবজু, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, ঢাকা সমিতির প্রধান উপদেষ্টা আল আমিন চৌধুরী স্বপন ও বংঙ্গরূপা চারু-কারু সংগীত শিশু মেলার পরিচালক বাবুল দাস।
এছাড়া উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখলাকুজ্জামান মুন্নাসহ অনেকে।
প্রীতি ম্যাচ উপভোগ করতে কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণিপেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এসএসএইচ