ব্রিটেনে গত এক সপ্তাহে ৭৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দুই লাখ ৩৫ হাজার ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে মারা গেছেন ১৩৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৭৬ জনে।

নতুন করে ৩২ হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৯৮ হাজার ৪৮৬ জনে।

শুক্রবার ১০০ ও বৃহস্পতিবার ১৪০ জন করোনায় মারা যান। শুক্রবার ৩৮ হাজার ৪৬ এবং বৃহস্পতিবার ৩৮ হাজার ২৮১ জনের করোনা শনাক্ত হয়। 

ব্রিটেনে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৯২৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন চার কোটি ২৫ লাখ সাত হাজার ৬০১ জন।

আরএইচ