প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের অন্টারিও শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ক্যান বাংলা টিভির সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনায় বক্তারা বলেন, বর্ণাঢ্য সংগ্রমমুখর জীবন, হাতের মুঠোয় জীবন নিয়েই পথ চলা। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিতে চান গৌরবোজ্জ্বল সাফল্যের চূড়ায়। প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিয়েই তিনি দেশকে প্রতিষ্ঠিত করেছেন সম্মানের কাতারে, তাই আজ এক বিস্ময়কর উত্থান পর্বে বাংলাদেশ। 

বক্তারা আরও বলেন, ১৯৭৫-এ স্বজনহারা শেখ হাসিনা তখন নতুন যুদ্ধের সম্মুখীন। বৈরী পৃথিবীতে ৬ বছর নির্বাসিত থেকে ইতিহাসের চ্যালেঞ্জ নিতেই তিনি ১৯৮১ সালে দেশে ফেরেন। এসেছিলেন পিতার রক্তের ঋণ পরিশোধে। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র ৩৪ বছর বয়স থেকেই টানা ৪১ বছর ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। টানা চার দশকের রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় নারী রাজনীতিকের পালকও এখন তাঁর মুকুটে। একযুগের সাহসিকতায় উন্নয়নের বিস্ময় এখন পুরো বাংলাদেশ। 

আলোচনায় অংশগ্রহণ করেন- অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি আবুহেনা কোরাইশী, প্রচার সম্পাদক আক্রামুল ইসলাম খান, রায়হান চৌধুরী, কাজল তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, ক‍্যান বাংলা টিভির প্রধান নির্বাহী ড. হুমায়ূন কবির, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল গাফফার, দফতর সম্পাদক শেখ জসীম উদ্দিন, নওশাদ রতন। 

এনএফ