কানাডার ক্যালগেরিতে নর্থ ইস্টের ফলকনরিজ কমিউনিটি অ্যাসোসিয়েশনে ‘নওকর শয়তান মালিক হয়রান’ নাটক মঞ্চস্থ হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় ক্যালগেরির নাট্য সংগঠন মুক্তবিহঙ্গ’র পঞ্চম প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়।

কার্লোগোলদনির বিখ্যাত কমেডি ‘দা সারভেন্ট অব টু মাস্টার্স’ অবলম্বনে নাটকটি বাংলায় রচনা করেছেন অসীম দাশ। নির্দেশনায় ছিলেন জাহিদ হক।

আলবার্টা সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ক্যালগেরির প্রবাসী বাঙালিরা অনেক দিন পর ভিন্নধর্মী বিনোদনে মেতে উঠেছিল। করোনা মহামারির শুরু থেকে প্রবাসীরা গৃহবন্দি থাকায় অনেকেই নাটকটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ক্যালগেরির আবু ইউসুফ জানান, খুব ভালো লাগছে। অনেকদিন পর কমিউনিটির সবাইকে দেখে। এ এক অন্য রকম অনুভূতি। করোনা মুক্ত হয়ে উঠুক বিশ্ব, এমনটাই আমাদের প্রত্যাশা।

মুক্তবিহঙ্গ’র সভাপতি জাহিদ হক বলেন, খুব ভালো লাগছে অনেকদিন পর মঞ্চে কাজ করে। করোনামুক্ত হয়ে পৃথিবী আবার জেগে উঠুক নতুন করে। যাতে মঞ্চে নতুন নতুন কাজ করতে পারি।

নাটকটির মিডিয়া পার্টনার চ্যানেল আই ও প্রবাস বাংলা ভয়েস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মৌ ইসলাম, জাহিদ হক, তাশফিন হোসেন, সাবরিনা মারিয়াম আদিবা, টিনা দাস, রেশাদ মাসরুর, মাজ হক শুভজিত পাল, মইনুল ইসলাম রকি, মিনার হাসান, খাইরুন্নেসা মিম, নাহিয়ান ওয়াজিদা মীম। লাইটে ছিলেন আদি, সেটে মোশারফ মাসুদ।

সহযোগিতায় ছিলেন আবু ইউসুফ, হাসনান সিদ্দিক সানভী, অভিজিত সাহা, মো. শাহ্ আলম, নিগার সুলতানা, আবনার ইউসুফ, শারমিন চৌধুরী, অবন্তী,নীল এবং আভ্র আলম।

উল্লেখ্য, বাংলাদেশের পথশিশুদের গত চার বছর ধরে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে মুক্তবিহঙ্গ। এ প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে পুরোটাই চলে যায় বাংলাদেশের মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে। গত বছরগুলোতে তারা পথশিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লাখ টাকা সহায়তা করে।

এরই মধ্যে কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ সংগঠনটি আলবার্টার প্রফেশনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে কানাডার গভর্নমেন্ট অব আলবার্টা থেকে। এরই পরিপ্রেক্ষিতে সিটি অব ক্যালগেরি ১০ বছরের জন্য মুক্তবিহঙ্গ ‘বেঙ্গলি থিয়েটার’ নামটি ক্যালগেরির ডাউনটাউনে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে খোদাই করে লেখা থাকবে।

এসকেডি