আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপিকে সংবর্ধনা
সিক্সথ ফ্লোর প্রজেক্টের প্রধান ও চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি গ্রেট ব্রিটেনের সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টায় ভার্চুয়ালি এ সংবর্ধনার আয়োজন করে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই। এফএনএইচএফএসের সেক্রেটারি ও সিলেট ইসি কমিটির মেম্বার মিছবাহ জামাল ও জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমদ খানের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থায়ী ডোনার সদস্য শেখ ফারুক আহমেদ।
বিজ্ঞাপন
সংবর্ধিত অতিথি আহমেদ উস সামাদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন এফএনএইচএফের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আলাউদ্দিন আহমেদ, ইউকে উপদেষ্টা কমিটির প্রেসিডেন্ট এম শামসুদ্দিন, উপদেষ্টা বোর্ড সদস্য বজলুর রশীদ এমবিই, সিলেট কেন্দ্রীয় কমিটির পাবলিসিটি সেক্রেটারি দৈনিক আলোকিত সিলেটের সম্পাদক আবু তালেব মুরাদ, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এসআই আজাদ আলী।
সদস্যদের মধ্য থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্থায়ী ডোনার সদস্য ডা. সৈয়দ মুশতাক আহমেদ, স্থায়ী ডোনার সদস্য অহিদ উদ্দিন, স্থায়ী ডোনার সদস্য কবি সাংবাদিক আব্দুল মুকতার মুকিত, স্থায়ী ডোনার সদস্য ডা. চন্দন আবু সিনাহ আলম, ট্রেজারার আবদাল মিয়া, জয়েন্ট ট্রেজারার গোলাম রব্বানী রুহি আহাদ, বাংলাদেশ সেন্টারের সাবেক সেক্রেটারি মো. মুজিবুর রহমান, এফএনএইচএফএসের ভাইস ও স্থায়ী ডোনার সদস্য চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, অনুপম নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক ও স্থায়ী ডোনার সদস্য মুহিব উদ্দিন চৌধুরী, স্থায়ী ডোনার সদস্য ডা. ফারহানা মালিক, বার্মিংহাম জোনের প্রথম ডোনার শেখ জাবেদ রহমান চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান, মোছলেহ উদ্দিন আহমদ, কেনারি ওয়াফ কমিউনিটি বিষয়ক ডিরেক্টর ড. জাকির খান, শামীম আহমদ, রইছ আলী। এফএনএইচএফএসের ভাইস চেয়ারমান মানিক মিয়া এবং এফএনএইচএফএসের চেয়ারমান মাহমাদুর রশীদ টেলিফোনে প্রধান অতিথিকে অভিনন্দন জানান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি মিছবাহ জামাল বলেন, উচ্চ মর্যাদার এ পুরস্কার ব্রিটেনের রাণী এলিজাবেথ দ্বিতীয় ও তার মা এলিজাবেথ প্রথম দুজনকেই দেওয়া হয়। তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্গারেট থেচারসহ ডিউক অব ওয়েলিংটন, নেলসন ম্যান্ডেলা, জহরলাল নেহেরু আর্চ বিশপ অব কেন্টারবারি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এ পুরস্কার পেয়েছেন। তাই তার এ অর্জন আমাদের কমিউনিটির জন্য খুবই গর্বের।
পরিশেষে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ব্রিকলেন জামে মসজিদের সাবেক প্রেসিডেন্ট আলহাজ জিল্লুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ও তার জন্য দোয়া পরিচালনা করেন শেখ ফারুক আহমদ।
এসকেডি