মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে। বুধবার (২০ অক্টোবর) এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
পরে আলোচনা সভা ও মুসলিম উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির জন্য বিশেষ দোয়া করা হয়। মাওলানা মো. তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হলেন বিশ্ব শান্তির অগ্রদূত। তার সার্বজনীন শান্তির বার্তা দুনিয়ার সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তার আদর্শের কোনো বিকল্প নেই।
বিজ্ঞাপন
তিনি বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আমি আপনাকে পুরো জগদ্বাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। জীবনের সব ক্ষেত্রের জন্যই প্রিয় নবী (সা.) আমাদের আদর্শ। কোরআন মাজীদে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।
উল্লেখ্য, প্রায় সাড়ে ১৪শ বছর আগে এ দিনে আরবের পবিত্র মক্কার মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। আবার এ দিনে তিনি মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে যান।
বিজ্ঞাপন
এসএসএইচ