যুক্তরাজ্যে করোনায় আরও ১৮০ জনের মৃত্যু
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২৬ জনে।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ২৯৮ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৬ লাখ ৮৯ হাজার ৯৪৯ জনে।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেলে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়। এর আগে, বৃহস্পতিবার করোনায় দেশটিতে ১১৫ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৯ জনের।
যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৯৬ লাখ তিন হাজার ১৩৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন চার কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ৯৫০ জন।
বিজ্ঞাপন
আরএইচ