যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়াশিংটন ডিসির উদ্যাগে গুয়েন থম্পসন ব্রায়ার প্যাচ পার্কে প্রথমবারের মতো বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। ‘এসো মিলি শেকড়ের টানে, রাবিয়ানরা এক সাথে’ এই স্লোগানে শনিবার (২৩ অক্টোবর) এই মিলনমেলায় রাবির সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ তাদের পরিবারের প্রায় শতাধিক সদস্য অংশ নেয়।

জীবনের তারুণ্যদীপ্ত সময়টুকু কেটেছে যে ক্যাম্পাসে, সেই ক্যাম্পাসের বন্ধু-বড়-ছোট অথবা শিক্ষকের সঙ্গে যখন মিলিত হওয়ার সুযোগ মেলে, তখন জীবনটা হয়ে উঠে আনন্দময়। সাময়িক সময়ের জন্য হলেও ফিরে যায় স্মৃতির পাতায়। রোমান্থিত হয়ে উঠে জীবনের ফেলে আসা দিনগুলোর কথা ভেবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যুক্তরাস্ট্রের রাজধানী ওয়াশিংটনডিসিতে অবস্থানরত রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ড. সাদ আহমেদ এর কথা। তিনি বলেন, টানা দুই ঘন্টা লং ড্রাইভ করে মিলনমেলায় এসেছেন। তবে জার্নিতে  ক্লান্তি থাকলেও, মানসিক স্বস্তির কাছে সেই ক্লান্তির কোনো লেশমাত্র নেই। আছে মিলনমেলায় অংশ নেওয়ার তীব্র ভালো লাগার অনুভূতি।

করোনায় ঘরবন্দী মানুষের একঘেয়েমি জীবনে একচলতি প্রশান্তি ছড়াতে ও পরস্পারিক সম্পর্ক বৃদ্ধির জন্য এই আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

অনুষ্ঠানে অংশ নিয়ে রাবির সাবেক শিক্ষার্থীরা মতিহার জীবনে ফেলা আসা ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, প্যারিস কিংবা তুতবাগানসহ শ্রেণীকক্ষের নানা স্মৃতিচারণ করেন। আবারও ক্যাম্পাস জীবনে ফিরে যাওয়ার আকুতি ব্যক্ত করেন তারা।

অংশগ্রহণকারীরা বলেন, একেক জনের ভিন্ন ভিন্ন বিভাগের থাকলেও, ক্যাম্পাসের স্মৃতি সবার একই রকম। তাই ওয়াশিংটনের বুকে ক্যাম্পাসের শিক্ষক, বন্ধু, বড়-ছোট সবাইকে পেয়ে স্মৃতিতে ফিরে গেলাম। 
 
মিলনমেলার প্রথমে ছিল পরিচিতি পর্ব, পরে স্মৃতিচারণ, খাওয়া দাওয়া ও কোট কাটার আয়োজন। দিনভর উৎসবে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশ করেন জুয়েল বড়ুয়া, লাবন্য হাসনাসহ অন্যরা। 

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়াশিংটন ডিসির উদ্যোক্তা সাংবাদিক জাহিদ রহমানকে অ্যালামনাইয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন রাবির সাবেক শিক্ষক ড. মুশফিকুর রশিদ।

মিলনমেলায় উপস্থিত ছিলেন- রাবির সাবেক রেজিস্টার ড. মোহাম্মদ এন্তাজুল হক, ড. আশরাফ আহমেদ, ড. মুশফিকুর রশিদ, ড. আতিয়ার রহমান, ড. নজরুল ইসলাম, ফিরোজ, ড. সাদ আহমেদ কবির, নাজরিন জাওরদার, ফাতেমা সিদ্দিক, জেসমিন কবির, খানম তুহলফা হক, আশরাফুন নেছা (লিপি), আরিজা মাহিদ (টিবা), সালমা রহমান,  ড. ইয়াসমিন, শামিমা আহমেদ, মোহাম্মদ মঞ্জুরুল আলম, মোজাম্মেল হোসেন (জিল্লু), মোহাম্মদ আজাদ, আজিজুর রহমান, হিমু, কার্ত্তিক, কাইকবাদ, সুমনসহ ৩৫ জন রাবির সাবেক শিক্ষার্থী।

রাবির সাবেক রেজিস্টার ড. মোহাম্মদ এন্তাজুল হক বলেন, ওয়াশিংটনে রাবির এত শিক্ষার্থীকে দেখে আমার খুবই ভালো লেগেছে। খুবই গর্ব হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক রাবির অ্যালামনাই হতে যাচ্ছে দেখে। এই সংগঠনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবু জাফর, কাজি ওয়াহিদুজ্জামান স্বপন ও জাহিদ রহমান।

আয়োজকরা জানান, আমাদের অন্যতম লক্ষ্য থাকবে ওয়াশিংটনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেউ এলে আন্তরিকভাবে সহযোগিতা করা। পাশাপাশি একইসঙ্গে সংগঠনটি কমিউনিটির কল্যাণে ও শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করতে চায়। 

ওয়াশিংটনে পথচলা শুরু হওয়া রাবি অ্যালামনাইকে আনুষ্ঠানিক রূপ দিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জেসমিন কবির, ড. ফরিদা ইয়াসমিন, কাজী ওয়াহিদুজ্জামান স্বপন, মোহাম্মদ মঞ্জুরুল আলম, আজিজুর রহমান, সুমন ও জাহিদ রহমান। 

উপদেষ্টা হিসেবে থাকবেন- রাবির সাবেক শিক্ষক ও সাবেক রেজিস্টার ড. মোহাম্মদ এন্তাজুল হক, ড. মুশফিকুর রশিদ, ড. আশরাফ ও ইঞ্জিনিয়ার ড. নজরুল ইসলাম।

ওএফ