যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তরা ফের ভেঙে ফেলেছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ভাস্কর্য। ক্যালিফোর্নিয়ার একটি পার্কে স্থাপিত মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি কারা কীভাবে ভেঙেছে তা জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তর ক্যালিফোর্নিয়ার ডেভিস সিটি পার্কে স্থাপিত ছয় ফুট লম্বা ও ২৯৪ কেজি ওজনের মহাত্মা গান্ধীর এই ব্রোঞ্জ ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। গত শুক্রবার (২৯ জানুয়ারি) পার্কের এক নিরাপত্তারক্ষী ভাস্কর্যের মাথা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন। গান্ধীর ভাস্কর্যের গোড়ালি থেকে কেটে ফেলা হয়। এছাড়া মুখাবয়বের কিছু অংশও কেটে সরিয়ে নেওয়া হয়েছে। 

ডেভিস সিটি কাউন্সিলম্যান লুকাস ফ্রেরিকস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুনরায় ঠিক করার পর এটি আবারও স্থাপন করা হবে। 

ডেভিস পুলিশের ডেপুটি সেন্ট্রাল চিফ পল ডোরোশভ জানিয়েছেন, ভাস্কর্য ভাঙার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক কখন বা কারা, কিভাবে ভাস্কর্যটি ভেঙেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

২০১৬ সালে ভারত সরকারের তরফে ক্যালিফোর্নিয়ার ডেভিস সিটি প্রশাসনকে এই ভাস্কর্য উপহার দেওয়া হয়। যদিও সেই সময় এই ঘটনার তীব্র বিরোধিতা করেছিল ‘অরগানাইজেশন ফর মাইনরিটিজ ইন ইন্ডিয়া’ নামে একটি গান্ধী বিরোধী সংগঠন। ভাস্কর্য ভেঙে ফেলারও ডাক দেয় এই সংগঠন। তবে, বাধা সত্ত্বেও পার্কে ভাস্কর্যটি বসানোর সিদ্ধান্ত নেয় ডেভিস সিটি প্রশাসন।

তবে এবারই প্রথম নয়, গত বছরও ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সামনে স্থাপিত আরেকটি গান্ধী ভাস্কর্য খালিস্তানি সমর্থকদের হামলার শিকার হয়।

মহাত্মা গান্ধীর ৭৩তম প্রয়াণ দিবসের প্রাক্কালে এই নেক্কারজনক ঘটনায় মার্কিন মুলুকের ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তাদের অভিযোগ, এই ঘটনার পিছনে হাত রয়েছে খালিস্তানিদের। সানফ্রান্সিসকো ভারতীয় রাষ্ট্রদূতের পক্ষ থেকে আলাদাভাবে ডেভিস সিটি প্রশাসনকে ওই ঘটনার দ্রুত তদন্তের দাবী জানানো হয়েছে।

ওএফ