কুয়েতে মীরসরাই সমিতির সভাপতি কামাল, সম্পাদক শাহাবউদ্দিন
আর্তমানবতার সেবায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০১৭ থেকে কাজ করে আসছে মীরসরাই সমিতি। শুক্রবার (২৯ জানুয়ারি) কুয়েতের হাসবিয়া শাহ আমানত হোটেলে সংগঠনটির দ্বি বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সভাপতি রহিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় সবার সম্মতিক্রমে নতুন কমিটির দুই পদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিনের নাম উল্লেখ করে এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সভায় নতুন এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশের সময় নির্ধারণ করে দেওয়া হয়। নতুন কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, এটি একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। বিদেশের মাটিতে আমরা ভাই-বন্ধু সবাই একত্রে সুখে দুঃখে পাশে থাকব। সবাই মিলে প্রবাসে থাকলেও দেশের অসহায় মানুষের কল্যাণে বিগত দিনগুলোর মত কাজ করব ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন- সাবেক কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ, নাজিম চৌধুরী, রফিকুল ইসলাম, মমিনুল হক রেজাউল করিম, গিয়াস উদ্দিন, সাইফুদ্দিন, নাজিম উদ্দিন, বেলায়েত হোসেন, মোরশেদ আলম, মোহাম্মদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ওএফ