ইউরোপীয় ইউনিয়ন তাদের জনগণকে করোনা মহামারির হাত থেকে রক্ষার জন্য করোনার টিকা প্রস্তুতকারক সব প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের অক্সফোর্ডের টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি। শুক্রবার (২৯ জানুয়ারি) এ অনুমোদন দেওয়ার পর চুক্তি অনুযায়ী ২০২১ সালের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা সর্বমোট ৪০০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে।
 
১৮ বছর বা তার বেশি বয়সের মানুষদের এ টিকা দেওয়া হবে। এই টিকা শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। এটি শরীরে অ্যান্টিবডি ও বিশেষায়িত শ্বেত রক্ত কণিকা তৈরি করবে যা করোনা থেকে সুরক্ষা দেবে।

এর আগে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির টিকা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছিল। বলা হচ্ছিল বেশি বয়স্কদের ক্ষেত্রে এই টিকার তেমন কার্যকারিতা পাওয়া যাচ্ছে না। এর কিছু সত্যতা মিলেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সির গবেষণায়। 

ইউরোপীয় মেডিসিন এজেন্সির গবেষণায় দেখা গেছে, এই টিকা উৎপাদনের সময় ১৮ থেকে ৫৫ বছর বয়সী মানুষের গবেষণা করা হয়েছিল। ৫৫ বছরের বেশি বয়সী মানুষের ফলাফল এতে নেই। তবে অন্যান্য টিকার সঙ্গে সামঞ্জস্য করে দেখা যায়, এই টিকা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এমনটাই জানিয়েছেন ইউরোপীয় মেডিসিন অথরিটির বৈজ্ঞানিক বিশেষজ্ঞরা।

এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা ক্ষেত্রে ঔষধ ব্যবস্থা রেগুলেটরি প্রতিষ্ঠান ইউরোপীয় মেডিসিন এজেন্সি ফাইজার-বায়োএনটেক, মর্ডানা ও সর্বশেষ যুক্তরাজ্যের অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত টিকার অনুমোদন দিয়েছে।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন বলেন, নাগরিকদের জন্য নিরাপদ টিকা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদনের ফলে আমরা ৪০০ মিলিয়ন টিকা পেতে যাচ্ছি। আমি আশা করি সংস্থাটি চুক্তি অনুযায়ী এই টিকা সরবরাহ করবে। ফলে নাগরিকরা দ্রুত টিকা পাবে। আমরা আমাদের নাগরিক, প্রতিবেশী ও বিশ্বের জন্য টিকা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

ওএফ