বর্ণিল এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাঙালিদের কাছে প্রিয় নিউজ পোর্টাল ‘সুপ্রভাত মিশিগানের’ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার (১ জানুয়ারি) রাতে ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে সুধী সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ আয়োজনে অতিথিরা তাদের বক্তব্যে বলে, সুপ্রভাত মিশিগানে বাংলাদেশিদের চেহারা ভেসে উঠে। সংবাদ পরিবেশনের গুণে কমিউনিটির আস্থা ও ভালোবাসা অর্জন করেছে এই নিউজ পোর্টাল। বাংলা সংস্কৃতিকে বিদেশের মাটিতে দারুণভাবে ফুটিয়ে তুলছে তারা। প্রবাসী বাংলাদেশির জীবন-যাপন এবং চাওয়া-পাওয়ার প্রকৃত প্রত্যাশার প্রতিফল ঘটছে সুপ্রভাত মিশিগানে।       

প্রকাশক ও সম্পাদক চিন্ময় আচার্য্যর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান কামরুল হাসান।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার অমূল্য কুমার চৌধুরী, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহছান, বাংলা প্রেস ক্লাব মিশিগান ইউএসের সহ-সভাপতি সৈয়দ সাহেদুল হক, সাংবাদিক সেলিম আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পূর্নেন্দু চক্রবর্তী অপু। 

আরও বক্তব্য রাখেন সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বার্তা সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সহযোগী সম্পাদক আশিকুর রহমান, ফিচার এডিটর সৈয়দ আসাদুজ্জামান সুহান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌরভ চৌধুরী, সুপর্না চৌধুরী ও মৌসুমী দত্ত।

পরে সুপ্রভাত মিশিগানের জন্মদিনের কেক কেটে আনন্দ-উল্লাসে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয়। এ আয়োজন ছিল আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও সিলেটি ধামাইল। 

নাচ পরিবেশন করেন সুকন্যা শুক্লা, সুস্তিকা সরকার, স্বর্নিকা চৌধুরী, কৃস্টি পাল, রিয়া ধর। সঙ্গীতানুষ্ঠানে দর্শক মাতান জনপ্রিয় কন্ঠশিল্পী পৃথা দেব। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন জিতেন গোপ, অতুল দস্তিদার, অসিত বরন চৌধুরী, অপূর্ব কান্তি চৌধুরী, রূপাঞ্জলি চৌধুরী, বাবুল পাল, সুস্মিতা চৌধুরী, ঝন্টু দাশ, প্রতিভা কপালী, সায়ন ধর চৌধুরী, মিতা চৌধুরী, অতশী চৌধুরী, গৌরি ধর।

আইএসএইচ