আমিরাতে একদিনে ২৫৮১ জনের শরীরে করোনা শনাক্ত
সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিন মোট ৩ লাখ ৯৭ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা করা হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭২ হাজার ১৮৯ জন, মারা গেছেন ২ হাজার ১৭০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪৮ হাজার ৫১১ জন। দেশটিতে এ পর্যন্ত ১১৩ মিলিয়ন পিসিআর পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে অথবা যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলায় ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।
বিজ্ঞাপন
আইএসএইচ