পহেলা ফাল্গুন নিয়ে আবহমান বাংলায় রয়েছে নানা সংস্কৃতি। সাহিত্যের নানা শাখায়ও পহেলা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তকে নিয়ে রয়েছে নানা রচনা। কবির ভাষায়, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।’ প্রাচীন আমল থেকেই বাঙালি বসন্ত উৎসব পালন করে আসছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের অদূরে পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে মালয়েশিয়া প্রবাসী এক ঝাঁক বাংলাদেশি ফাল্গুনী আড্ডার আয়োজন করেছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বসন্ত উৎসব (পহেলা ফাল্গুন) উৎযাপনের আয়োজন করা হয়।

আড্ডায় বসন্তের পোশাকে সজ্জিত হয়ে একে অপরের সঙ্গে আনন্দ বিনিময়ের পাশাপাশি দেশীয় খাবার পরিবেশন করা হয়। শিশু-কিশোর ও বড়দের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে হাজারো স্থানীয়দের সামনে গাওয়া হয়েছে আবহমান বাংলার সঙ্গীত।

প্রবাসী নতুন প্রজন্ম ও স্থানীয়দের মাঝে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরাই ছিল আয়োজকদের মূল উদ্দেশ্য।

ওএফ