সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনের সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মন্ত্রী তাদেরকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরী, উপদেষ্টা ইব্রাহীম ওসমান আফলাতুন, সহ-সভাপতি ড. আবুল ফজল, রাস আল-খাইমা সভাপতি জসিম মল্লিক, শারজাহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, রাস আল-খাইমা সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন মল্লিক কবি, শাহ আলম মল্লিক মিহিরসহ প্রমুখ।

কনস্যুলেট কর্মকর্তা, প্রবাসী কমিউনিটি নেতারা ছাড়াও আমিরাতের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

ওএফ