প্রতীকী ছবি

ঈদুল ফিতর কবে হবে— এমন প্রশ্ন করে থাকেন অনেকে। মূলত রোজার ঈদ নির্ভর করে কয়টি রোজা হবে তার উপরে। সুতরাং আগে থেকেই নিশ্চিতভাবে বলা সম্ভব না তবে রোজার ঈদ হবে। তবে এবার ঈদের সম্ভাব্য তারিখগুলো আমরা পাঠকদের তুলে ধরেছি এই লেখায়।

এ বছর রোজা কবে শুরু হবে?

হিজরি সনের মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত ও উপলক্ষ-অনুষ্ঠান পালন করতে হিজরি সন গণনার ওপর নির্ভর করতে হয়। ফলে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরির সময় আনুমানিক দিন গণনা করে মাসের হিসেবে সম্ভাব্য তারিখে শবেবরাত, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শবে মেরাজসহ অন্যান্য দিবস নির্ধারণ করা হয়ে থাকে। তবে চাঁদ দেখার উপর নির্ভরশীল বলেও জানিয়ে দেওয়া হয়।

আরবি বৎসর গণনা করা হয়ে থাকে ৩৫৫ বা ৩৬৫ দিনে। এদিকে বংলা বা ইংরেজি বছরগুলো নির্দিষ্টভাবে ৩৬৫ দিনে হয়ে থাকে। ফলে প্রতি বছর ইসলামি আচারগুলো (শবেবরাত, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে মেরাজসহ অন্যান্য দিবস) ১০ থেকে ১১ দিন করে এগিয়ে যায়।

2022 সালের রোজা শুরু হচ্ছে এপ্রিল মাসেই। তবে পহেলা রমজান 2022-এর কত তারিখে হবে এবং ঈদুল ফিতর বা রমজানের ঈদ কত তারিখে হবে— সেটা জানার জন্য চাঁদের হিসাব গণনাকারী ওয়েবসাইটের তথ্য খেয়াল করতে হবে।

ঈদুল ফিতর ২০২২ কোন মাসের কত তারিখে?

মুনপেইজ বা মুনসাইটের হিসাব মতে হিজরি সন ১৪৪৩ বা ২০২২ সালের পবিত্র শাবান মাসের চাঁদ শেষ হবে মার্চ ২০২২ মাসের ৩১ তারিখে এবং রমাদান মাসের চাঁদের জন্ম হবে ১ এপ্রিল ২০২২ তারিখে। পহেলা এপ্রিল নতুন চাঁদের জন্ম হলেও ওই তারিখে চাঁদ পৃথিবী হতে দেখা যাবে না এবং পরদিন চাঁদের বয়স ১.২০ দিন হলেও তা মাত্র ২ শতাংশ চঁন্দ্রাকৃতির হবে।

আরও পড়ুুন : রমজানের চাঁদ দেখে খুশি হতেন মহানবী (সা.)

যেহেতু বাংলাদেশসহ ভারত উপমাহাদেশের দেশগুলো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের একদিন পরে ইসলামি আচারগুলো (শবেবরাত, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শবে মেরাজসহ অন্যান্য দিবস) পালন করে থাকে; সে হিসেবে রমজান ২০২২ বাংলাদেশ-এ শুরু হবে এপ্রিলের  ৩ তারিখে।

পবিত্র ঈদুল ফিতর রোজার ঈদ ২০২২

আর আমাদের হিসাব মতে ২০২২ সালের রমজান ৩ এপ্রিল শুরু হলে এর এক মাস (২৯ অথবা ৩০ দিন) পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২০২২ সালের পবিত্র ঈদুল ফিতর রোজার ঈদ ২০২২ পালিত হবে ২ অথবা ৩ মে ২০২২ তারিখে।

আরও পড়ুুন : রমজানকে যেভাবে স্বাগত জানাবেন

এছাড়াও তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেখা যে, এপ্রিলের প্রথম তারিখে হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদের জন্ম হলেও তা পৃথিবী থেকে দেখা যাবে না। তবে ২ এপ্রিল তা ২ শতাংশ দেখা যাবে। সে হিসেবে পহেলা রমজান বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশে পালিত হবে ২ এপ্রিল এবং বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পালিত হবে ৩ এপ্রিল। এরপরও সবকিছু চাঁদ দেখা এবং ধর্মমন্ত্রণালয়ের ঘোষণার ওপর নির্ভরশীল।