ছবি : সংগৃহীত

আমাদের অনেক সময় জোহরের নামাজ কাজা হয়ে যায়, এখন আমি আসর নামাজ পড়ে— এরপর জোহর নামাজ পড়ব? নাকি আগে জোহর পড়ে এরপর জোহর পড়ব?

প্রশ্ন হলো, জোহরের নামাজ যদি কাজা হয়ে যায়, আর আছরের সময় যদি চলে আসে— তখন আগে কোন নামাজ পড়তে হবে? আপনি যদি চিন্তা করে দেখেন যে, জোহরের নামাজ আদায় করার পর আছরের সময় থাকবে, তখন আপনি আছরের নামাজ আদায় করবেন। আর যদি আপনি জামাতে শরিক হয়ে থাকেন, যেখানে আসরের নামাজ শুরু হয়ে যাচ্ছে— তাহলে আপনি আছরের নামাজ জামাতে পড়ে নেবেন। এরপর  জোহরের কাজা করবেন।

তবে মুমিনগণ সবসময় সচেতন থাকতে হবে যে, যেন সুনির্দিষ্ট সময়ে নামাজ আদায় হয়। আল্লাহ যে ওয়াক্তে আমাদের জন্য যে নামাজ চেয়েছেন, নির্দিষ্ট সময়েই যেন সেটি আদায় করা হয়। সময়ে বাইরে যেন চলে না যায়। সঠিক সময়ে নামাজ আদায় করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ‘মুমিনদের উপর নামাজকে সুনির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা, আয়াত : ১০৩)

কাজেই সুনির্দিষ্ট সময়ে আমাদের আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন।

(সূত্র : সহিহ বুখারি, হাদিস : ৫৭১)