‘সুসংগঠিত’ বসুন্ধরা, চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আবাহনীর
ছবি : সংগৃহীত
মঙ্গলবার ফেডারেশন কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন অংশগ্রহণকারী ক্লাবের কোচ-কর্মকর্তারা। অনুশীলনের জন্য শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর কোনো কর্মকর্তা ও কোচিং স্টাফ উপস্থিত থাকতে পারেননি।
১১ দলের কোচ - কর্মকর্তার মধ্যে ঢাকা আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস বলেন,‘আমরা চাই আসন্ন মৌসুম হবে আবাহনীর জন্য ভিন্ন ধরনের। আবাহনী সবগুলো প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে।’
বিজ্ঞাপন
গত মৌসুমে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবারও সেই শিরোপা বজায় রাখতে চান বসুন্ধরার স্পেনিশ কোচ অস্কার ব্রুজন,‘আমরা এবার অনেক সুসংগঠিত। বিদেশি ফুটবলাররা ভালো মানের, লোকাল ফুটবলারও অনেক দিন একসঙ্গে রয়েছে। আমরা শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছি না।’
আগের আসরে ফেডারেশন কাপের রানার্স আপ ছিল রহমতগঞ্জ। এবার সেই আশা ছেড়ে দিয়েছেন কোচ সৈয়দ গোলাম জিলানী, ‘আমাদের এবার অনুশীলন তেমন হয়নি। ফলে ফাইনাল খেলার ব্যাপারে কিছু বলতে পারছি না।’
বিজ্ঞাপন
ঐতিহ্যবাহী মোহামেডানের বৃটিশ কোচ শেন লীর বক্তব্য, ‘ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। ফেডারেশন কাপের গ্রুপ পার হতে চাই। এরপর লিগ নিয়ে পরিকল্পনা।’
সাইফ স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি,আরামবাগ লিগে পয়েন্ট টেবিলের মাঝামাঝি থাকতে চায়। অন্য দিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র্া ফেডারেশন কাপে মনোযোগ রাখতে চায়, " অামরা জাপানি ফুটবলারের মাধ্যমে একটি জাপানি স্পন্সর পেয়েছি। ফেডারেশন কাপে তারা ১০ হাজার ডলার দিচ্ছে। এখন অামরা ফেডারেশন কাপ নিয়ে মনোযোগ। এরপর লীগ নিয়ে ভাবব। "
এজেড /