নিয়মের তোয়াক্কা করছেন না সৌরভ!
ফাইল ছবি
খেলোয়াড় থেকে শুরু করে অধিনায়ক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। এবার বোর্ড সভাপতি হিসেবেও নিজের সর্বোচ্চটুকু নিঙড়ে দিচ্ছেন। তবে সৌরভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বোর্ডের নিয়মের তোয়াক্কা করছেন না তিনি। এনিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি সৌরভ।
ভারতীয় ক্রিকেটকে এক সুতোয় বেঁধেছেন সৌরভ। দেশটির সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় এখনও উপরেই দিকেই আছে তার নাম। ক্রিকেটার সৌরভ অবসর নেয়ার পর গত বছর আরও বড় দায়িত্ব নিয়েছেন, বসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির চেয়ারে।
বিজ্ঞাপন
এই দায়িত্বে এক বছরের মতো সময় পার করেছেন সৌরভ। তাতে সফলই বলতে হবে তাকে। করোনাকালে ঝুঁকি মাথায় নিয়েও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়িয়েছেন তিনি। এজন্য ক্রিকেট মহলে বেশ বাহবাও কুড়িয়েছেন সৌরভ। তবে সৌরভের বর্তমান কর্মকাণ্ড নিয়ে অভিযোগের পাহাড় জমা হয়েছে।
বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফ্যান্টাসি ক্রিকেট। ভারতের বাজারে এর অবস্থান বেশ শক্ত। বর্তমানে ভারতীয় ক্রিকেট টিমের স্পন্সর ড্রিম ইলেভেন। অথচ মাই সার্কেল ইলেভেন নামের আরেকটি ফ্যান্টাসি গেমের দূত হিসেবে যুক্ত রয়েছেন সৌরভ। যদিও এনিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি ড্রিম ইলেভেন কর্তৃপক্ষ, তবে দেশটির গণমাধ্যমের খবর, এনিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে তারা।
বিজ্ঞাপন
শোনা যাচ্ছে বিসিসিআইয়ের আগামী বৃহস্পতিবারের বোর্ড সভায় এনিয়ে সৌরভের সাথে আলোচনায় বসবেন বোর্ডের বাকি সদস্যরা। তবে সৌরভ নিজে এখনও মুখ খোলেননি। সৌরভপন্থীরা বলছেন, সাবেক এই অধিনায়ক বোর্ড সভাপতির হওয়ার আগে থেকেই মাই সার্কেল ইলেভেনের সাথে যুক্ত আছেন। ড্রিম ইলেভেনের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে খুব বেশিদিন হয়নি। সে হিসেবে, বোর্ডের কোনো নীতিমালা ভঙ্গ করেননি সৌরভ।
তবে এখানেই শেষ নয় প্রিন্স অব ক্যালকাটার বিপক্ষে অভিযোগ। শোনা যাচ্ছে আগামী আইপিএল মৌসুমে দলের সংখ্যা বাড়াতে যাচ্ছে বিসিসিআই। সেখানে ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়। সৌরভ এই আদানি গ্রুপের ভোজ্যতেল ব্র্যান্ডের পণ্যদূত।
এমএইচ