সময়টা সুখকর যাচ্ছে না সুরেশ রায়নার। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় অলরাউন্ডার। ছিলেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে। ক্রিকেট থেকে বর্তমানে সাময়িক ছুটিতে আছেন রায়না। সময়টা উপভোগ করতে মুম্বাইয়ের একটি নাইটক্লাবে অবস্থান করছিলেন। সেখানেই গ্রেফতার হন তিনি। পরে জামিনে মুক্তি পেয়েছেন এই অলরাউন্ডার।

২০১৮ সালের পর ভারতের হয়ে আর খেলার সুযোগ পাননি রায়না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু চলতি বছর মাহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লে, রায়নাও বিদায় বলেন ভারত জাতীয় দলকে। এরপর আইপিএল শুরুর আগে হঠাৎ পারিবারিক কারণে টুর্নামেন্ট না খেলেই আরব আমিরাত থেকে দেশে ফিরে যান তিনি।

এরপর ক্রিকেট থেকেই দূরে আছেন রায়না। মঙ্গলবার মুম্বাইয়ের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। সেখান থেকে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। মূলত, মুম্বই বিমানবন্দরের কাছে মুম্বই ড্র্যাগনফ্লাই নামে একটি নাইট ক্লাবে তল্লাশি করতে গিয়ে তারকা ক্রিকেটারকে গ্রেফতার করা হয়। 

একই হোটেল থেকে রায়নার সাথে বলিউডের গায়ক গুরু রণধাওয়াকেও গ্রেফতার করে পুলিশ। এই দুই সেলিব্রিটি সহ সেখানে অবস্থারত সর্বমোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রয়েছে ক্লাবের সাতজন স্টাফ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতীয় সরকারের কোভিড নিয়ম ভঙ্গ করে ঐ ক্লাবে জড়ো হয়েছিলেন। তবে পরে জামিনে রায়না ও  গুরু রণধাওয়াকেনে মুক্তি পেয়েছেন।

এমএইচ