নাকাতাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন জাকারিয়া পিন্টু
ঘরোয়া ফুটবলে পেশাদার লিগ শুরু হওয়ার পর একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান। গত বছর ক্যাসিনো কাণ্ডের পর দল গঠন করাই কঠিন হয়ে পড়েছিল। এবার সেই মোহামেডান বড় অনুষ্ঠান করেই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে।
মঙ্গলবার বিকেলে ক্লাব প্রাঙ্গনে বড় অনুষ্ঠান করে অধিনায়কের ব্যাজ প্রদান করা হয়েছে। নতুন ফুটবল মৌসুমে মোহামেডানের অধিনায়কত্ব করবেন উরি নাকাতা। নাকাতাকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন মোহামেডানের আরেক সাবেক অধিনায়ক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।
বিজ্ঞাপন
অধিনায়কের ব্যাজ প্রদানের আগে ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়। হোম অ্যান্ড অ্যাওয়ে’তে দুইটি জার্সি করেছে মোহামেডান। তাদের ঐতিহ্যবাহী সাদা-কালোর কালোকে প্রাধান্য দিয়ে হোম জার্সি এবং অ্যাওয়ে জার্সিতে সবুজকে প্রাধান্য দিয়ে করা হয়েছে।
মোহামেডানের ফুটবল দলের স্পন্সর ওরিয়ন গ্রুপ। ওরিয়ন গ্রুপের হেড অফ অ্যাডমিন ফরহাদ হোসেন দলের নতুন জার্সি উন্মোচন করেন। জার্সি উন্মোচনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন মোহামেডানের সাবেক তারকা ফুটবলার ও পরিচালক প্রতাপ শঙ্কর হাজরা, সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, হাসানুজ্জামান খান বাবলু সহ আরো অনেকে।
বিজ্ঞাপন
এজেড/এটি/ এমএইচ