ছবি : সংগৃহীত

সপ্তাহ দুয়েক পর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। তার আগে ক্লাবগুলো নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে। সেটির অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম দল সাইফ স্পোর্টিং ক্লাব বিকেল সাড়ে তিনটায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে।  

এই বিষয়ে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাসিরউদ্দিন চৌধুরি বলেন,‘২২ ডিসেম্বর ফেডারেশন কাপ এর আগেই আমরা নিজেদের অবস্থান যাচাই করতে ম্যাচ খেলছি। গত সপ্তাহে খেলেছিলাম পুলিশ অ্যাথলেটিকো ক্লাবের বিরুদ্ধে। আমাদের কোচ পল পুট সেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছেন।’ 

সাদা কালো শিবিরের দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স বলেন,‘সাইফ স্পোর্টিং একটি পেশাদার দল। তারা আমাদের চেয়ে কাগজে-কলমে এগিয়ে থাকলেও আমরা এই ম্যাচের মধ্য দিয়ে নিজেদের দুর্বলতা গুলো ধরতে পারব।’ 

গত সপ্তাহে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে প্রীতি ম্যাচে সাইফ স্পোর্টিং ১-০ গোলে জয় পায়।

এজেড/এমএইচ