সাকিব-মাহমুদউল্লাহর খুলনায় মাশরাফি
ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের ঠিকানা খুঁজে পেলেন মাশরাফি বিন মুর্তজা। জেমকন খুলনার হয়ে মাঠ মাতাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রোববার সন্ধ্যায় হওয়া লটারিতে তাকে পেয়েছে দলটি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকলেও আসরের মাঝপথে এসে সবচেয়ে বেশি আলোচনায় মাশরাফি বিন মুর্তজা। ফিটনেস না থাকায় প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে।
বিজ্ঞাপন
তবে তখন জানানো হয়েছিল খেলার জন্য প্রস্তুত হলে টুর্নামেন্টের মাঝপথেই খেলতে পারবেন তিনি। একাধিক দল তাকে চাইলে লটারিতে দল নির্ধারণ করার কথাও সে সময়ই জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কয়েকদিন আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হঠাৎই অনুশীলনে ফিরেন মাশরাফি। এরপর থেকেই জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে নিজেদের দলে নেয়ার ইচ্ছে প্রকাশ করে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।
বিজ্ঞাপন
শনিবার তাদের সঙ্গে যোগ দেয় মিনিস্টার গ্রুপ রাজশাহীও। পরবর্তীতে বেক্সিমকো ঢাকাও আগ্রহ দেখায়। নিয়ম অনুযায়ী রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার লটারিতে বিসিবি পরিচালক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসের তোলা টোকেনে ছিল খুলনার নাম। তাতে নিশ্চিত হয় সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদদের সঙ্গে খেলবেন মাশরাফি।
এমএইচবি