ছবি : সংগৃহীত

লা লিগায় বার্সেলোনার দুর্দশা যেন কিছুতেই কাটছে না। শনিবার রাতে নবাগত কাদিজের বিপক্ষেও হেরে গেছে তারা। প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে ২১টি শট নিলেও জাল খুঁজে পাননি লিওনেল মেসিরা।

বিপরীতে রক্ষণের শিশুসুলভ ভুলে গোল খেয়েছে বার্সা। ম্যাচ হেরেছে ২-১ গোলের ব্যবধানে। লিগে ১০ ম্যাচে এটি চতুর্থ হার কাতালান ক্লাবটির। শিষ্যদের পারফরম্যান্সে হতাশ দলটির কোচ রোনাল্ড কোম্যান। খেলোয়াড়দের মনোযোগের ঘাটতিতেও অসন্তুষ্ট এই ডাচ কোচ। 

তিনি বলেন, ‘অবিশ্বাস্য এক ভুলের কারণে হেরেছি আমরা। আমার দলের থেকে এমন পারফরম্যান্স আশা করি না আমি। এতে এটাই প্রমাণিত হয় যে আমরা মনোযোগী ছিলাম না। আমাদের শরীরী ভাষা ভালো ছিল না। আমি খুব হতাশ এবং আমাদের উন্নতি করতে হবে।’

বার্সেলোনার খাওয়া গোলগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কোম্যান। পয়েন্ট টেবিলে বর্তমানে সাত নম্বরে আছে তার দল। শিরোপা লড়াইয়ের পথে কাদিজের কাছে হার অনেক বড় ধাক্কা বলে মনে করেন কোম্যান। 

তিনি বলেন, ‘শেষ দিকে আমরা যে গোলগুলো খাচ্ছি তার ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। মনোযোগের ঘাটতির কারণে এটা হতে পারে। সমতায় ফেরার পর আবারও গোল করার জন্য আমাদের আধা ঘণ্টার মতো সময় ছিল, কিন্তু এরপর আমরা এমন একটা গোল খেয়েছি যা মানা যায় না, একটা থ্রোয়িং থেকে। এছাড়া যখন আমাদের পায়ে বল ছিল না তখন আমরা আগ্রাসী হতেও পারিনি। এই হার শিরোপা লড়াইয়ের পথে আমাদের জন্য অনেক বড় এক ধাক্কা।’

এমএইচ