ছবি : সংগৃহীত

আগের ম্যাচের ক্ষত এখনো দগদগে। আলোচনা-সমালোচনাও থামেনি। নিজেদের টেস্টে ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহে গুটিয়ে গেছে ভারত। এর মধ্যেই শনিবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।  

বক্সিং ডে টেস্টের একাদশে চার পরিবর্তন নিয়ে খেলতে নামবে ভারত। এক টুইট বার্তায় ম্যাচের আগের দিন শুক্রবার নিজেদের একাদশ ঘোষণা করে ভারত। মেলবোর্ন টেস্টেই অভিষেক হচ্ছে দুই তরুণ ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ও শুভমন গিলের। 

অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসে ৪ ও ০ রানে আউট হওয়ার ওপেনার পৃথ্বী শ মেলবোর্ন টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা গিলকে। 

অন্যদিকে চোট পেয়ে ছিটকে যাওয়া পেসার মোহাম্মদ শামির পরিবর্তে অভিষেক হচ্ছে পেসার মোহাম্মদ সিরাজের। মেলবোর্ন টেস্টের একাদশে আরও দুই পরিবর্তন এনেছে ভারত। এই ম্যাচে খেলবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। 

সিরিজের বাকি টেস্টগুলোতে না থাকা অধিনায়ক বিরাট কোহলির জায়গাতেই একাদশে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। কোহলির অনুপুস্থিতিতে ভারতীয়দের নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। আর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার পরিবর্তে সুযোগ পাচ্ছেন পান্ত। 

মেলবোর্ন টেস্টের ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), হনুমা বিহারি, রিশাব পান্ত (কিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।