দুঃস্বপ্ন পেছনে ফেলে নতুন বছরের শুভেচ্ছা তামিম-মুশফিকদের
ভালো কিংবা খারাপ, সময় থমকে থাকে না কখনো। বয়ে চলে বহমান নদীর মতো। মিনিট, ঘণ্টা, সপ্তাহের পর মাস গড়িয়ে উল্টাতে থাকে ক্যালেন্ডারের পাতা। আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন। ২০২০ সালের সবকিছু ভুলে ভালো কিছুর প্রত্যাশায় গোটা বিশ্ব।
ব্যতিক্রম নন বাংলাদেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তারা। আগের বছরের গ্লানি মুছে নিজেদের প্রত্যাশার কথা।
বিজ্ঞাপন
ফেসবুকে স্ত্রী-সন্তানের সঙ্গে ছবি দিয়ে তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম গত বছরের কথা মনে করে লিখেছেন, ‘আরো একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না।’
নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে তিনি লিখেন, ‘নতুন বছরে যেন আমরা নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো ভাল মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
বিজ্ঞাপন
সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘২০২১-কে স্বাগত জানাতে গিয়ে ২০২০ সালকে মনে পড়ে। জানিনা ২০২১-এ কী অপেক্ষা করছে। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। শুভ হোক সবার জীবনে ২০২১।’
স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘স্রষ্টার আশিস সবসময় আপনাদের সঙ্গে থাকুক। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধিশালী।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ।’
পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনা-মুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি মানুষকে সুখে শান্তিতে রাখেন।’
এছাড়া ফেসবুকে একটি ছবি দিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান।
এমএইচ/এটি