বাংলাদেশ সফরে না আসা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হোল্ডারদের
ছবি: সংগৃহীত
করোনার পর ক্রিকেটীয় প্রত্যাবর্তনে বড় ভূমিকা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কোভিড-১৯ এর ঝুঁকি মাথায় নিয়ে ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল তারা। কিছুদিন আগে পূর্ণ শক্তির দল নিয়ে নিউজিল্যান্ড সফর করে এসেছেন জেসন হোল্ডাররা। তবে করোনার দোহায় দিয়ে বাংলাদেশে আসতে চাইছেন না দলটির একাধিক ক্রিকেটার। তাদের এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলে মনে করেন আন্দ্রে রবার্টস।
২ ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা। এজন্য গত ২৯ অক্টোবর দুই সংস্করণের জন্য আলাদা আলাদা দল দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে সেই দলে নাম নেই অধিনায়ক হোল্ডার সহ একাধিক ক্রিকেটারের।
বিজ্ঞাপন
করোনার দোহায় দিয়ে হোল্ডার ছাড়াও নাম প্রত্যাহার করে নিয়েছেন; কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেস, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার ও নিকোলাস পুরানের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন ফাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ।
প্রথম সারির ১২ ক্রিকেটারের নাম প্রত্যাহারের বিষয়টি ভালোভাবে নেননি অনেকেই। তাদের একজন উইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার আন্দ্রে রবার্টস। ৬৯ বছর বয়সী সাবেক এই পেসার হোল্ডারদের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ বলে আখ্যায়িত করেছেন। জানতে চেয়েছেন, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড সফর করলেও তারা কেন বাংলাদেশে খেলতে যাবেন না।
বিজ্ঞাপন
ক্যারিবীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাবার্টস বলেন ‘এই ছেলেগুলোকে দেখুন, যারা দুই-তিন বছর আগেও দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করেছে। তারা এখন এতোটাই বড় হয়ে গেছে যে, দলের সঙ্গে সফর করতে অস্বকৃতি জানাচ্ছে। তারা জৈব সুরক্ষা বলয়কে দোষারোপ করছে।’
‘এই খেলোয়াড়গুলোর অধিকাংশই ইংল্যান্ডে খেলতে গেছে। সেখানে তাদের সমস্যা হয়নি কেন? যখন তারা নিউজিল্যান্ডে খেলতে গেল, সেখানে কোন সমস্যা হয়েছে? তবে এখন কেন তাদের বাংলাদেশে যেতে সমস্যা হচ্ছে?’ যোগ করেন তিনি।
টিআইএস