তার ক্রিকেট ক্যারিয়ারটা লম্বা সময়ের। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শহিদ আফ্রিদির। ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেন তিনি। যে রেকর্ড টিকে ছিল অনেকদিন। 

ওই সেঞ্চুরির তিন বছর পরে ১৯৯৯ সালে জন্ম হয় আফগানিস্তানের পেসার নাভিন উল হকের। লঙ্কান প্রিমিয়ার লিগে তিনি বাকবিতণ্ডায় জড়ান আফ্রিদির সঙ্গে। পরবর্তীতে একে অপরের ওপর চড়াও হয়েছিলেন এ দুজন। 

ক্যান্ডি টাস্কারস ও গল গ্ল্যাডিয়েটরসের লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে শহিদ আফ্রিদি ও আফগানিস্তানের ২১ বছর বয়সি নাভিন উল হকের মধ্যে পরিস্থিতি গরম হয়ে উঠেছিল। আফ্রিদি তখন বলেছিলেন, ‘ছেলে, তোমার জন্মের আগ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছি।’ 
 
আফ্রিদি ও নাভিনের এই বাকবিতণ্ডা পরবর্তীতে ছড়িয়ে পড়ে টুইটারেও। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এক টুইট বার্তায় আফ্রিদিকে সম্মান দিয়ে সমান দেয়ার আহ্বান জানিয়েছেন আফগান পেসার।  

টুইটবার্তায় নাভিন লিখেছেন,‘পরামর্শ নিতে এবং সম্মান জানাতে সর্বদা প্রস্তুত। ক্রিকেট ভদ্রলোকের খেলা। তবে কেউ যদি বলে আপনারা সবাই আমার পায়ের নিচে রয়েছেন এবং থাকবেন। তাতে তিনি কেবল আমার বিষয়েই কথা বলছেন না, আমার মানুষ সম্পর্কেও কথা বলছেন।’

এর আগে আফ্রিদি এক টুইটবার্তায় লিখেছিলেন, ‘তরুণ খেলোয়াড়দের কাছে আমার পরামর্শটা সহজ ছিল, খেলাটি খেলো এবং আপত্তিজনক কথাবার্তায় লিপ্ত হইও না। আফগানিস্তান দলে আমার বন্ধু রয়েছে এবং তাদের সঙ্গে আমার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা হলো খেলাটির মুল চেতনা।’