মেসি-রোনালদোর ম্যাচে গ্রুপ-সেরা হয়ে শেষ ষোলয় জুভেন্তাস
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো বার্সা আর জুভেন্তাস। তবে দুই দলের দ্বৈরথ আর সব হিসেব নিকেশকে একপাশে রেখে বড় হয়ে দাঁড়িয়েছিলো লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পুনর্মিলনি। সে ম্যাচে গোল না পেলেও সপ্রতিভ ছিলেন মেসি, গোল পেলেন রোনালদো। জুভেন্তাস বার্সেলোনার মাঠে ৩-০ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে পৌঁছে গেছে শেষ ষোলয়।
ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে ১৩ মিনিটেই পেনাল্টি হজম করে বার্সা। পেনাল্টি থেকে গোল করে কাতালুনিয়ায় চিরচেনা উদযাপন রোনালদোর। এর মিনিট সাতেক পর ব্যবধান বাড়ায় জুভেন্তাস, এবার দৃশ্যপটে তরুণ মার্কিন ফরোয়ার্ড ওয়েস্টন ম্যাককেনি। জুভেন্তাসের শেষ গোল ৫৩ মিনিটে, বক্সে ক্লেমেন্ত লংলে বাজে এক ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা; রোনালদো পান ব্যক্তিগত দ্বিতীয় গোল। জুভেন্তাস অবশ্য আরও একবার জাল ভেদ করে বার্সার, তবে কর্নার থেকে লিওনার্দো বনুচ্চির গোলটি বাতিল হয় ভিএআরের খড়গে। নাহয় ব্যবধানটা আরও বাড়তো বৈকি!
বিজ্ঞাপন
তবে যা হয়েছে তাতেও কম হয়নি একটুও। শেষ ম্যাচে নিজেদের মাঠে বার্সার হারটা এলো সাত বছর পর, ২০১৩ এর মে মাসে কাতালানদেরকে চ্যাম্পিয়ন্স লিগে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছিলো বায়ার্ন মিউনিখ। এরপর জুভেন্তাসের বিপক্ষে এই হার। যার কারণে ভেঙে গেছে দলটির ঘরের মাঠে ৩৮ ম্যাচের অপরাজেয় যাত্রা। বার্সেলোনার মাঠে তিন গোল পাওয়া প্রথম ইতালিয়ান দলও বনে গেছে জুভেন্তাস।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জুভেন্তাসকে ২-০ ব্যবধানে বার্সেলোনা হারানোয় শেষ ম্যাচে জুভেন্তাসের পেতে হতো তিন গোলের জয়। হেড টু হেডে গোল ব্যবধানে এগিয়ে সেক্ষেত্রে শেষ ষোলয় চলে যেত কোচ আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। দিনশেষে হয়েছেও সেটাই। ফলে ফ্র্যাঙ্ক রাইকার্ড-পরবর্তী যুগে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব রানার্সআপ হয়ে শেষ করে বার্সা।
বিজ্ঞাপন
রোনালদোরও একগাদা রেকর্ড হয়েছে এদিন। ক্লাব ক্যারিয়ারের ৬৫০তম গোল হয়েছে এদিন রাতে। এ ম্যাচের জোড়া গোলে ন্যু ক্যাম্পে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের মাঠে এটিই তার সর্বোচ্চ। বার্সার বিপক্ষেও পেয়েছেন নিজের ২০তম গোলের দেখা।
ম্যাচে গোল না পেলেও অবশ্য মেসি ছিলেন চেনা ছন্দে। পুরো ম্যাচে ৮৫ পাস খেলা মেসি তিনটে সুযোগ সৃষ্টি করেছেন। বলে মেসির ছোঁয়া লেগেছে ১২৫ বার, রোনালদো কতোবার বল ছুঁয়েছেন? মেসির চেয়ে ৭৭ বার কম!
পুরো ম্যাচে মেসি শট করেছেন ১১ টা, যার ৭ টা ছিলো লক্ষ্যে; পুরো বার্সা মিলে আর একটিও শট নিতে পারেনি জুভেন্তাস গোলমুখে! এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে কাতালানদের হারের কারণ।
এনইউ