ছবি: বিসিবি

প্রায় দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। দেশের ক্রিকেট সমর্থকদের কাছে রীতিমতো উৎসবের উপলক্ষ। বাড়তি পাওনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে টাইগারদের বিশেষ জার্সি। কিন্তু সেই জার্সিতে স্পন্সরের নাম থাকলেও বাংলাদেশ লেখা কই? সমর্থকদের আপত্তির মুখে দু’ঘণ্টা বাদেই নকশা বদলে গেল সেই বিশেষ জার্সির।

বড় কোনো টুর্নামেন্ট বা সিরিজের আগে জার্সিতে পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার তো দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা, তার উপর আগের টিম স্পন্সরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। সবে মিলে পরিবর্তনটা অবধারিত ছিল। 

এই পরিবর্তনের সঙ্গে আরেকটি বিশেষ কারণ যুক্ত হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এজন্য মহান মুক্তিযুদ্ধের অর্জন ও স্মৃতিসৌধের নকশাকে প্রাধান্য দিয়ে একটি বিশেষ জার্সি প্রস্তুত করেছে টাইগার বোর্ড। তবে শুরুতে সেই জার্সিতে টিম স্পন্সরের নাম থাকলেও ছিল না বাংলাদেশ লেখা। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি প্রকাশ করেন সমর্থকরা।

সমালোচনার পর জার্সির নকশায় সংশোধন আনে বিসিবি। ঘণ্টা দুয়েক পর নতুন নকশার আরেকটি জার্সি প্রকাশ করে টাইগার বোর্ড। সেখানে স্পন্সরের নিচেই আছে বাংলাদেশের নাম। এই জার্সি গায়ে চাপিয়ে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। সিরিজের শুরুর ম্যাচ আগামী ২০ জানুয়ারি।

এর আগে বিশেষ জার্সির বিশেষত্ব জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ্য যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটি উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি এবং জার্সিটা কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে।’

আকরাম আরো জানান, ‘এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে, সেটি ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছে সেটি, এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে, ওটাও আমরা ওখানে তুলে ধরেছি।’

টিআইএস/এটি