ছবি: সংগৃহীত

ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই আধিপত্য দেখায় লিভারপুল। পুরো ম্যাচ জুড়েই আক্রমণ শানিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি জিতলে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যেতো ইয়ার্গুন ক্লপের দল। তবে লিভারপুরের সেই আশা ফিকে করে দিয়েছে ম্যানইউ। গোল শূন্য ড্র করে শীর্ষস্থান ধরে রেখেছে রেড ডেভিলসরা।

কোচ ওলে গানার শোলশায়ারের হাত ধরে চলতি মৌসুমে বেশ ছন্দে আছে ম্যানইউ। প্রায় আট বছর লিগের শীর্ষে উঠেছে তারা। পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে রোববার মাঠে নেমেছিল লিভারপুলের বিপক্ষে। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্থ করতে পারেনি লিভারপুলের ফুটবলাররা। ডেভিড গিয়ার মতোই প্রতিপক্ষের আক্রমণ ফিরিয়েছেন লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকারও।

ম্যাচের ১৭তম মিনিটে রবের্তো ফিরমিনোর শট পোস্টের বাইরে দিয়ে যায়। খানিক বাদে ফিরমিনোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হওয়ার পর মোহামেদ সালাহর ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩৪ মিনিটে ফ্রি কিক থেকে গোল পেতে পারতো ম্যানইউ। তবে ব্রুনো ফার্নান্দেজের নেওয়া শটটি লিভারপুলের গোল বারের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। এরপর ডি বক্স থেকে ফিরিমিনোর নেওয়া শট আঁটকে দেন ডেভিড গিয়া।

দ্বিতীয়ার্ধে ফিরে আবারো দৃশ্যপটে ফিরমিনো। তবে এ যাত্রায়ও সফল হননি তিনি, ম্যাচের ৫৯ মিনিটের মাথায় অল রেডসদের লেফট ব্যাক অ্যান্ড্রিউ রবার্টসনের দুর্দান্ত এক ক্রসে পা ছোঁয়াতে পারেননি। ৭৫ মিনিটে পাল্টা আক্রমন চালায় ম্যানইউ। এবার দেওয়াল হয়ে দাঁড়ান এলিসন। 

৮৩ মিনিটে গোলের এবং ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া করেন পল পগবা। তার নেওয়া শট সরাসরি যায় এলিসনের হাতে। পরবর্তী সময়েও কোনো গোল না হলে শেষ পর্যন্ত ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ১১ জয়, ৪টি ড্র আর ৩ হারে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থেকে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সমান ১৮ ম্যাচে ৯ জয়, ৭ ড্র আর ২ হারে পয়েন্ট টেবিলের চারে নেমে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

টিএইএস