হারে শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের
স্বাগতিক ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ হার দিয়ে শুরু করল তাদের সাফ যাত্রা। মালে স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপ ০-১ গোলে নেপালের কাছে হেরেছে। এই ফলাফলে প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।
নেপাল ও মালদ্বীপের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। স্বাগতিক মালদ্বীপ সফরকারী নেপালকে চাপে রেখেছিল। মালদ্বীপের অভিজ্ঞ আলী আশফাক, আলী ফাসির আক্রমণ ভাগে দারুণ খেলেন। নেপালের দৃঢ় রক্ষণে গোল পায়নি মালদ্বীপ।
বিজ্ঞাপন
নেপালের কোচ দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মানিশ দাগিকে নামান। এই তরুণ ফরোয়ার্ডের করা ৮৬ মিনিটের গোলে নেপাল জয় পায়। আগামী দুই দিন কোনে ম্যাচ নেই। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৪ অক্টোবর ভারতের বিপক্ষে।
এজেড/এসকেডি
বিজ্ঞাপন