ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। সারা বছর সাংবাদিক ও লেখকরা খেলা নিয়ে লেখালেখি করেন। আর ক্রীড়া লেখক সমিতি তাদের সদস্যদের খেলার জন্য বিভিন্ন খেলার আয়োজন করে। 

কলব্রিজ, ক্যারাম, দাবা, শুটিং, আরচ্যারি বিভিন্ন ডিসিপ্লিনে অনেকে অংশগ্রহণ করে। প্রতি ডিসিপ্লিনে বিজয়ীদের সোমবার (১৫ নভেম্বর) শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর এ রকম ১০ সিনিয়র সদস্যকে ডিসিপ্লিনে বিজয়ীরা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন পুরস্কৃত করে। 

ক্রীড়া লেখক সমিতি গত কয়েক বছর ধারাবাহিকভাবে স্পোর্টস কার্নিভাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান করছে। এবারের অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ হয়েছে। পুরস্কার প্রদানের পর ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন গান পরিবেশন করেন। এই কর্পোরেট ও ক্রীড়া সংগঠক ব্যক্তিত্ব সাংস্কৃতিক অঙ্গনেও পদার্পণ করেছেন। ডনের গান ক্রীড়া লেখক সমিতির সদস্য ও উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। 

ক্রীড়া লেখক সমিতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ রকিবুল হাসান, কামরুন্নাহার ডানাসহ ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের অনেকেই। 

এজেড/