মুজিব বর্ষেই বাংলাদেশ গেমস
ফাইল ছবি
চলতি বছর ১ থেকে ১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জন্য দেশের সর্ববৃহৎ এই গেমস স্থগিত হয়। ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনামুক্ত হয়ে মঙ্গলবারই প্রথম জাতীয় ক্রীড়া পরিষদে আসেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্রীড়াবিদ ও সংগঠকদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নিয়ে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজনের সব প্রস্তুতি নিয়েছিলাম আমরা। হঠাৎ করোনার জন্য সব স্থগিত হয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ইতোমধ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজনের একটা প্রাথমিক পরিকল্পনা করেছে।’
বিজ্ঞাপন
এই গেমসকে বলা হয় বাংলাদেশের অলিম্পিক। প্রায় সব ডিসিপ্লিনই অর্ন্তভূক্ত থাকে এই গেমসে। ১৯৭৮ সালে শুরু হওয়া এই গেমস এখন পর্যন্ত ১১ বার অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ হয়েছিল ২০১৩ সালে।
তবে এবারের গেমসের পরিধি একটু কম হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আসন্ন গেমসে আমরা সব ডিসিপ্লিন নিয়ে করতে পারছি না। অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি ডিসিপ্লিন বাছাই করা হবে। এই কাজটি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনই করবে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘করোনার দ্বিতীয় ধাপ চলছে। এরই মধ্যে গেমস আয়োজনের প্রস্তুতি নেয়া একটু কষ্টকর। মুজিব বর্ষের সময় যেহেতু বড়েছে। আমরা মুজিব বর্ষের মধ্যেই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস করতে চাই।’
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন তাদের সর্বশেষ নির্বাহী সভায় ফেব্রুয়ারি- মার্চে স্বল্প পরিসরে গেমস আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এজেড/এটি/এমএইচ