ফাইনালের মিশনে ঢাকা আগে ব্যাটিংয়ে
ছবি : সংগৃহীত
টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে এসেই যেন খেই হারায় তারা। জেমকন খুলনার কাছে হেরে যায় ৪৭ রানের বড় ব্যবধানে।
অন্যদিকে আসরের শুরুটা খুব একটা ভালো না হলেও প্রথম এলিমেনেটরে ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করে ঢাকা। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া চট্টগ্রাম।
বিজ্ঞাপন
দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকো ঢাকা। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন ছাড়াই এই ম্যাচে মাঠে নামবে ঢাকা। অন্যদিকে একাদশে দুইটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম। স্পিনার সঞ্জিত সাহার জায়গায় খেলবেন রকিবুল হাসান। আর তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসানের বদলে একাদশে জায়গা পেয়েছেন নাদিফ চৌধুরী।
বেক্সিমকো ঢাকা একাদশ- মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, নাঈম শেখ, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আল আমিন জুনিয়র, মুক্তার আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম।
বিজ্ঞাপন
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ- মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, নাহিদুল ইসলাম, রকিবুল হাসান, নাদিফ চৌধুরী, শামসুর রহমান শুভ মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।