নয় মাস পর স্কুল ফুটবল
করোনাভাইরাসের কারণে গত মার্চে স্থগিত হয়েছিল জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব। ঠিক নয় মাস পর শুক্রবার থেকে পল্টনস্থ আউটার স্টেডিয়ামে শুরু হবে স্কুল ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা।
ক্ষুদে ফুটবলারদের ঢাকায় থাকা এবং আসা ও যাওয়ার খরচ বহন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দু’টি খেলা কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আটটি অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলো খেলবে এই পর্বে। স্কুল গুলো হলো- ফেনীর ছাগলনাইয়া পাইলট হাইস্কুল, দিনাজপুরের দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের বহুমুখী কলেজিয়েট স্কুল, টাঙ্গাইলের সূতী ভিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, রাজশাহীর নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জের হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনাইদহের মাওলানা বাদ হাই স্কুল।
বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া। এ সময় পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা নায়লা তারান্নুম চৌধুরী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার বিষয়ে বিজন বড়ুয়া বলেন, ‘আমরা তিন দিন আগেই ফুটবলারদের কোভিড-১৯ পরীক্ষার জন্য বলে দিয়েছি। যার খরচাটাও আমরা দিবো।’
এমএইচ