ছবি : সংগৃহীত

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া করোনায় আক্রান্ত হয়ে কাতারে রয়েছেন। অন্য দিকে তার নতুন দল ভারতের কলকাতা মোহামেডান আই লিগে খেলার জন্য জৈব বলয়ের প্রস্তুতি নিচ্ছে। জামাল করোনায় আক্রান্ত হওয়ার পর ভারতের গণমাধ্যমের সংবাদ ছিল, জামাল ভূইয়ার বিকল্প খুজছে কলকাতা মোহামেডান। 

কিন্তু বৃহস্পতিবার ঢাকা পোস্টকে কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, ‌‘এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। জামাল সুস্থ হওয়ার পরই আমাদের এখানে আসবে।’

জামালের বিকল্প সম্পর্কে তিনি বলেন,‌‘এত স্বল্প সময়ের মধ্যে আর বিকল্প সন্ধান করা সম্ভব না। জামাল যখনই আসুক ওর জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’ 

জামাল ভূূইয়া এখন কাতারে কোয়ারেন্টিনে রয়েছেন। কোয়ারেন্টিন থেকে নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর তিনি ভারতে আসার চিন্তা করবেন। সব মিলিয়ে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। ৫ জানুয়ারী আই লিগ শুরু হবে। 

ভারতে এসে কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর দলের সঙ্গে অনুশীলন ও ম্যাচ খেলতে পারবেন জামাল। দেরিতে যোগ দিলেও জামালের পারিশ্রামিক কমবে না বলে জানিয়েছেন ওয়াসিম,‌ ‘করোনা ভাইরাসের উপর কারো হাত নেই। আমরা জামালকে সম্পূর্ণ সম্মানীই দেব।’

কলকাতা মোহামেডানের সঙ্গে বাংলাদেশের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। প্রায় দুই দশক পর বাংলাদেশের ফুটবলাররা (মাঝে এক মৌসুম আইএসএলে ছিলেন মামুনুল, তবে ম্যাচ খেলতে পারেননি) ভারতের লিগে খেলবেন। জামাল ভূঁইয়াকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বরণের পরিকল্পনা ছিল কলকাতা মোহামেডানের। 

করোনা ভাইরাসের জন্য অবশ্য সেটি হচ্ছে না। বাফুফে সূত্রে জানা গেছে, জামালের সার্বক্ষণিক তদারকি করছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশয়ন। তিনি কাতারে এখন স্বাভাবিক আছেন তবে এখনো নেগেটিভ রিপোর্ট পাননি। 

এজেড/ এমএইচ