রীতিমতো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক রড মার্শ। ক্রমেই খারাপ হচ্ছে তার পরিস্থিতি। গভীর কোমায় চলে গিয়েছেন তিনি, রোববার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

কিছুদিন আগে এক প্রদর্শনী ম্যাচ খেলতে যাওয়ার কথা তার। সেই ম্যাচে যাওয়ার পথেই বিপত্তির শুরু তার। গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

তবে যত সময় যাচ্ছে, মার্শের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ততই। তার ছেলে পল মার্শ এক বিবৃতিতে বলেছেন, ‘এখন জীবন রক্ষার লড়াই করছেন বাবা। এখন তিনি গভীর সঙ্কটে আছেন। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই আমাদের সামনে। 

যারা রডনি মার্শের খবর জানতে চেয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। পলের ভাষ্য, ‘আপনাদের অনেকেই বাবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানতে চেয়েছেন। আপনাদের সবার শুভেচ্ছাবার্তা পেয়ে আমরা আবেগাপ্লুত।’

অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন মার্শ। তার আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারও থেমেছে ৯২টি এক দিনের ম্যাচে। খেলোয়াড়ি জীবনের পর তিনি অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলকে সার্ভিস দিয়েছিলেন নির্বাচক হিসেবেও।

এনইউ