কমনওয়েলথের পরীক্ষায় মাবিয়ারা
জুলাইয়ে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস। সেই গেমসের ভারত্তোলন ডিসিপ্লিনের বাছাই চলছে সিঙ্গাপুরে। বাংলাদেশ এই বাছাইয়ে সশরীরে অংশ নিতে পারেনি। আজ রোববার আর্মি স্টেডিয়ামে অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন জিয়ারুল ইসলাম-মাবিয়া আক্তার সীমান্তরা।
ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘কমনওয়েলথ গেমসের কার্ড পাওয়ার জন্য সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় একটি টুর্নামেন্ট। কিন্তু করোনার জন্য ওই প্রতিযোগিতায় বাংলাদেশ, পাকিস্তান ও ব্রুনাইসহ বেশ ক’টি দেশ অংশ নিতে পারেনি। তাই নিজ দেশে থেকে এই পরীক্ষার আয়োজন করে বিশ্ব ভারোত্তোলন ফেডারেশন। বাংলাদেশ থেকে কারা বার্মিংহামে খেলবে জানা যাবে ২ মার্চ।’
বিজ্ঞাপন
মাবিয়া নিজের পারফরম্যান্স সম্পর্কে বলেন, ‘নিজের ক্যারিয়ার সেরা স্কোর করতে পারিনি। তবে সাম্প্রতিক সময়ের মধ্যে সেরা স্কোর করতে পেরে সন্তুষ্ট।’ এই সন্তুষ্টির কারণও ব্যাখ্যা করেছেন এই নারী ভারত্তোলক, ‘মাঝে করোনা আক্রান্ত ছিলাম। এরপর সেই ভাবে অনুশীলন করতে পারেনি। সামান্য অনুশীলনে সাম্প্রতিক সেরা স্কোর করায় খুশি।’
২ মার্চ আনুষ্ঠানিক ফলাফলের পর এই খুশি থাকবে কিনা এই প্রসঙ্গে মাবিয়া বলেন, ‘এটা আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। আরো অনেক দেশের প্রতিযোগি রয়েছে। আমরা আশায় রয়েছি।’
বিজ্ঞাপন
এজেড/এটি/এনইউ