আউট তামিম, সাবধানী শুরুর পর লিটনের দারুণ সব শট
দুই ব্যাটসম্যানই শুরু করেছিলেন সাবধানী। পাঁচ ওভারে কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেনি বাংলাদেশ। এরপরই ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন লিটন দাস। দারুণ সব শট খেলছেন তিনি। তবে ক্রিজে টিকে থাকতে পারেননি তামিম ইকবাল। ফের ফজলহক ফারুকীর ইনসুইংয়ে আউট হয়ে গেছেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টস জিতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার ৩ বলে ৪৭ রানে ১ উইকেট হারিয়েছে টাইগাররা।
বিজ্ঞাপন
ইনিংসের শুরু থেকেই রান তুলতে বেশ ভুগছিলেন তামিম। ফজলহকের বলে পরাস্ত হচ্ছিলেন তিনি। শেষ অবধি পুরোনো রোগেই ফের ধরা খেলেন বাংলাদেশ অধিনায়ক।
আগের দুই ম্যাচে ফজল হকের বলে এলবিডব্লিউ আউট হওয়া তামিম এবার হয়েছেন বোল্ড। এর আগে ২৫ বল খেলে করেছেন ১১ রান, হাঁকিয়েছেন কেবল একটা বাউন্ডারি।
বিজ্ঞাপন
অন্যদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ বলে ২৯ রান করে অপরাজিত আছেন লিটন, তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন চারটি। ৯ বলে ৯ রান করে আরেক প্রান্তে অপরাজিত সাকিব আল হাসান।
এমএইচ