জাভি বলছেন, ইনিয়েস্তাকে মনে করিয়ে দেন পেদ্রি
তিন ম্যাচে ১২ গোল। এ যেন ধ্বসংস্তূপ থেকে ফিনিক্স পাখির সেই গল্পকেও হার মানায়। মাস দুয়েক আগের বার্সেলোনা ও এখনকার বার্সেলোনার ভেতর কত পার্থক্য। এর মধ্যে আলাদা পেদ্রি গঞ্জালেস। কাতালান ক্লাবটির ১৯ বছর বয়সী এই তারকা দলটির কোচ জাভি হার্নান্দেজকে মনে করিয়ে দিচ্ছেন দীর্ঘদিনের সতীর্থ ইনিয়েস্তাকে।
রোববার রাতে অ্যাটলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই ম্যাচ জয়ের পর পেদ্রিকে নিয়ে উচ্ছ্বাসেই ভেসেছেন জাভি। লিগ জয়ের আশাও যে একদম ছেড়ে দেননি, জানিয়েছেন সেটি। তবে বলেছেন, তাদের বাস্তববাদী হয়ে চালিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম।
বিজ্ঞাপন
খেলোয়াড়ি জীবনে ৩০টা বড় শিরোপা জিতেছেন জাভি। তার প্রায় সবগুলোই মিডফিল্ডে তার সতীর্থ ইনিয়েস্তার সঙ্গে। পেদ্রি নাকি সেই ইনিয়েস্তাকেই মনে করিয়ে দিচ্ছেন, ‘সে যেভাবে খেলাটা বুঝে, যেভাবে লাইনের ভেতরে ঢুকে, ছোট জায়গা দিয়ে চলে যায়। সে আমাকে অনেক বেশি করে ইনিয়েস্তাকে মনে করিয়ে দেয়। পেদ্রি দুর্দান্ত। এরকম প্রতিভা খুব বেশি দেখিনি।’
চলতি মৌসুমের শুরুতেও ধুঁকছিল বার্সেলোনা। এখনও তারা লিগে চতুর্থ স্থানে। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও আগেই বাদ পড়েছে। তবে জাভি দায়িত্ব নিয়ে জানুয়ারিতে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছিলেন। এরপর থেকেই যেন রীতিমতো উড়ছে ক্লাবটি। জাভির কাছে এসব অবশ্য প্রত্যাশিতই।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমি এমন কিছুর প্রত্যাশাই করেছি কারণ দল দিন দিন ভালো হচ্ছে। ফুটবলাররা খুব খুব ভালো অনুশীলন করেছে। প্রতিপক্ষ দারুণ দল ছিল। আমার মনে হয় খুব সিরিয়াস একটা ম্যাচ খেলেছি। অনুভূতি খুব ভালো এবং এটা নিয়েই আমরা কাজ করছিলাম। আমি খুব খুশি। ’
‘অ্যাটলেটিকের বিপক্ষে চার গোল দেওয়া সহজ না। মাসেলিনোর দল সবসময় কঠোর পরিশ্রম করে এবং প্রতিপক্ষ হিসেবে কঠিন।আমরা চতুর্থ, তৃতীয়ের জন্য ছুটব, এরপর দ্বিতীয় আর যদি পৌঁছাতে পারি তাহলে প্রথম হওয়া নিয়ে। আমাদের বাস্তববাদী ও নম্র হতে হবে। কাজ চালিয়ে যেতে হবে, এর চেয়ে বেশি কিছু না।’
এমএইচ