হতাশ তামিম বললেন, সেরা চারে না থাকলে লাভ নেই
সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট বাংলাদেশ দলের। ১৫ ম্যাচে ১০ জয়। এই প্রতিযোগিতায় শীর্ষে আছে অধিনায়ক তামিম ইকবালের দল। আজ (সোমবার) সুযোগ ছিল দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের (৯৫) সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার। তবে সিরিজ জিতলেও ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হেরে গেছে টাইগাররা। এতে হাতছাড়া হয়েছে ১০ পয়েন্ট। আফগানিস্তানের কাছে শেষ ম্যাচ ৭ উইকেটে হেরে আক্ষেপ ঝরল তামিমের কণ্ঠে।
ম্যাচ শেষে তামিম বলছিলেন, ‘এখন আর এমন কোন ম্যাচ নেই যে সিরিজ জিতলাম এরপর এক ম্যাচ না জিতলেও চলবে। আমি আজও মাঠে নামার আগে বলেছি যে এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখানেও ১০ পয়েন্ট আছে।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন তামিম, ‘ভবিষ্যতের ব্যাপারে আপনি বলতে পারবেন না। কারণ আপনি দক্ষিণ আফ্রিকায় ওদের বিপক্ষে খেলবেন, ইংল্যান্ডের সঙ্গে খেলবেন, আয়ারল্যান্ডের সঙ্গে তাদের মাটিতে খেলবেন। তো কোন কিছুই কিন্তু নিশ্চিত না। তাই যখন এমন সুযোগগুলো আসবে তখন তা সর্বোচ্চ কাজে লাগাতে হবে।’
আইসিসি সুপার লিগের নিয়ম অনুযায়ী ১৩টি দল ৩ ম্যাচের ৮টি করে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। যেখানে প্রতি ম্যাচ জিতলে থাকবে ১০ পয়েন্ট। প্রতিটি দল লড়বে ২৪০ পয়েন্টের জন্য। যোগ্যতা বিচারে শীর্ষ ৮ দল সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তামিম জানালেন, প্রতিযোগিতায় চারে থেকে কোয়ালিফাই করার ভাবনা তাদের। তবে ৫টি সিরিজ খেলে ফেলা বাংলাদেশ দলের বাকি ৩টি সিরিজ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে। সে ক্ষেত্রে কাজটা সহজ নয় মোটেও।
বিজ্ঞাপন
তামিম বলেন, ‘আমার ব্যাক্তিগত টার্গেট বাংলাদেশ অবশ্যই শীর্ষ চারে থেকে শেষ করুক। যদি বলতে চাই যে ২০২৩ এ আমরা বিশ্বকাপ জিততে চাই এবং ৭-৮ নম্বর দল হয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করি তাহলে কোন লাভ নেই। যদি আমরা শীর্ষ চারে থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে পারি তাহলে এটা একটা মানে রাখে। অধিনায়ক হিসেবে আমি চাইবো শীর্ষ চারে থেকে শেষ করতে।’
টিআইএস/এনইউ