দক্ষিণ আফ্রিকাকে হারানোর অপেক্ষা শেষ হলো না নিউজিল্যান্ডের
৯০ বছর আর ১৭টি সিরিজের অপেক্ষা। কখনোই দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারাতে পারেনি নিউজিল্যান্ড। পারল না এবারও। নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে ১৯৮ রানে হারিয়ে সিরিজ ড্র করেছে প্রোটিয়ারা।
ক্রাইস্টচার্চে ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে নিউজিল্যান্ডও ২৯৩ রানের বেশি করতে পারেনি। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৫৪ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৬ রানের। চতুর্থ দিনে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ডের ভরসা হয়ে তখন মাঠে ডেভেন কনওয়ে। মঙ্গলবার শেষদিনে ১৮৮ বলে ৯২ রান করে কনওয়ে সাজঘরে ফেরত যান সিপাম্লার বলে।
এরপরই দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে পড়ে নিউজিল্যান্ড। শেষদিকে ১০৯ বলে ৪৪ রান করে টম ব্লান্ডেল কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও দলকে বাঁচাতে পারেননি। ২২৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার পক্ষে তিন উইকেট করে নেন কাগিসো রাবাদা, মার্কো জেনসন ও কেশভ মহারাজ। এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কাগিসো রাবাদা, আগের ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। আর সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
এমএইচ/এটি