ঢাকা লিগের দলবদল শুরু হচ্ছে বুধবার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দলবদল শুরু হচ্ছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার চলবে এই দলবদল প্রক্রিয়া। যেখানে ক্লাবগুলো ও ক্রিকেটাররা সশরীরে দলবদলের পাশাপাশি চাইলে অনলাইনেও নিবন্ধন প্রক্রিয়া সারতে পারবেন।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সদস্য সচিব আলি হোসেন জানালেন, বুধবার সকাল ১০টায় শুরু হবে এবারের দলবদল। দুই দিনের দলবদল শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।
বিজ্ঞাপন
পূর্ব ঘোষণা অনুযায়ী, ২ ও ৩ মার্চ দলবদল প্রক্রিয়া শেষে আগামী ১৪ তারিখ ট্রফি উন্মোচনের পর ১৫ তারিখ শুরু হবে লিগ। ৪৪ দিনের মধ্যে ডিপিএল শেষ করার লক্ষ্য সিসিডিএমের।
এবার ডিপিএলের দলবদল হবে ‘ওপেন’ চুক্তিতে। যেখানে বিসিবি পরামর্শ দিয়েছে, ক্লাবগুলো যে পেমেন্ট করবে, তার প্রমাণ রেখে দিতে। যাতে পরবর্তীতে সমস্যা হলে সেটা দেখাতে পারে। সঙ্গে খেলা হবে তিন ভেন্যুতে। মিরপুর আর বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ। বিকল্প হিসেবে রাখা হয়েছে ফতুল্লাকে।
বিজ্ঞাপন
করোনার কারণে গত ডিপিএলে ছিল না বিদেশি ক্রিকেটার। এবার আবার বিদেশি খেলাতে পারবে দলগুলো। একাধিক বিদেশি দলে রাখলেও খেলানো যাবে সর্বোচ্চ একজনকে।
টিআইএস/ওএফ