গোটা বিশ্ব থেকেই যেন বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসনের পর সমালোচনার তোপে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি দল বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুঞ্জন আছে তাদের সঙ্গে যোগ দিতে পারে বেলারুশ। এ কারণেই বেলারুশের বিপক্ষে খেলতে রাজি নয় ভারতীয় ফুটবল দল। 

এই মার্চ মাসের শেষে বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা সুনীল ছেত্রিদের। কিন্তু রাশিয়ার পাশে বেলারুশ থাকায় পরিকল্পনা পাল্টাচ্ছে ভারত। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা রাশিয়াকে ক্রীড়াবিশ্ব থেকে এক ঘরে করার পরই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত।

আগামী ২৩ মার্চ বাহরাইন ও ২৬ মার্চ বেলারুশের বিপক্ষে খেলে অনুশীলন করতে চেয়েছিল ভারতীয় দল। এশিয়ান কাপের প্রস্তুতি হিসাবে দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল তারা। এ অবস্থায় রাশিয়া-ইউক্রেন লড়াই শুরু হতেই বেলারুশের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।  

ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস সাফ জানিয়ে দিলেন, ‘বেলারুশকে নিষিদ্ধ করে দেওয়ায় ওদের বিপক্ষে আমরা খেলতে পারব না। বাহরাইন রয়েছে ৯১ নম্বরে। ওদের বিপক্ষেই দুটি ম্যাচ খেলা যায় কি না ভাবছি।’

গত সোমবার রাতে রাশিয়াকে বিশ্বকাপে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছে ফিফা। শুধু রাশিয়া নয় অবশ্য, রুশ সব ক্লাবকেও সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে সংস্থা ফিফা ও উয়েফা।

এটি