ক্যাচ মিস তো ম্যাচ মিস! ক্রিকেটের বহুল প্রচলিত প্রবাদটি অক্ষরে অক্ষরে ফলে গেল। বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ আজ (শনিবার) মাত্র ১১৫ রানের পুঁজি ছিল বাংলাদেশ দলের। প্রথম ওভারেই হযরতউল্লাহ জাজাইয়ের সহজ ক্যাচ ফেলে দেন নাসুম আহমেদ। সেই জাজাই পরে ৫৯ রানে হার না মানা এক ইনিংস খেলে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন।

আফগানদের আরো দুটি সহজ ক্যাচ ফেলেছেন আফিফ হোসেন আর নাঈম শেখ। আংশিক সুযোগ ছিল আরো দুটি। পাঁচটি ক্যাচ নিতে পারলে ৮ উইকেটে হয়তো হারতে হতো না বাংলাদেশ দলকে। ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। প্রতি ম্যাচেই ক্যাচ ছাড়ছেন ফিল্ডাররা। এর কারণ জানা নেই বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর।

ম্যাচ শেষে ডমিঙ্গো বলেন, ‘সবশেষ ৫ ম‍্যাচে ৯টা ক‍্যাচ ছুটেছে হাত থেকে। এরা মনোযোগের ঘাটতি, আত্মবিশ্বাসের অভাব নাকি চাপের জন‍্য হচ্ছে, এ নিয়ে আমি শতভাগ নিশ্চিত নই। আমাদের নিশ্চিত করতে হবে, এখানে আমরা উন্নতি করছি। ফিল্ডিংয়ে অনেক ভুল করছি আর এর মাশুল দিতে হচ্ছে। বিশ্বকাপে আমরা এর মাশুল দিয়েছি, এখানে দিচ্ছি, টেস্ট ক্রিকেটে দিয়েছি।’

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে হার দিয়ে। সামনে আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ। গুরুত্বপূর্ণ এই সিরিজে ভালো করতে হলে ভালো ফিল্ডিংয়ের কোনো বিকল্প নেই। সেই বার্তাই দিলেন ডমিঙ্গো।

ডমিঙ্গো বলেন, ‘অনুশীলনে অসংখ‍্য ক‍্যাচ ধরা যায়, সেখানে ড্রিলগুলো করা যায় কিন্তু দিনশেষে ম‍্যাচে ছেলেদের ক‍্যাচগুলো ধরতে হবে।’

টিআইএস/এনইউ