ক্রলির সেঞ্চুরি, চতুর্থ দিনে কেবল এক উইকেটই হারাল ইংল্যান্ড
পুরো অ্যাশেজজুড়ে ইংল্যান্ডের জন্য চিন্তার কারণ ছিল টপ অর্ডার ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসেও মনে হচ্ছিল, এই সমস্যা বোধ হয় কাটেনি। তবে সবাইকে ভুল প্রমাণ করে সেঞ্চুরি করে ফেললেন ওপেনার জ্যাক ক্রলি। তার ব্যাটে স্বাগতিকদের বড় লক্ষ্য দেওয়ার স্বপ্ন দেখছে ইংল্যান্ড।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৫৩ রানে এগিয়ে আছে তারা। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেবল ১ উইকেট হারিয়েছে তারা। স্কোরবোর্ডে যোগ করেছে ২১৭ রান।
বিজ্ঞাপন
৩৭৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ এদিন যোগ করতে পারে কেবল ২ রান। ৮ বলে ০ রান করে সিলস সাজঘরে ফেরত গেলে তারা অলআউট হয়ে যায়। দুই উইকেট করে নেন বেন স্টোকস, জ্যাক লিচ ও ক্রেইগ ওভারটন।
এরপর ব্যাট করতে নেমে এদিনও দ্রুতই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ২৪ রানে সাজঘরে ফেরত যান ওপেনার অ্যালেক্স লিস। ২৭ বলে ৬ রান করে কেমার রোচের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান তিনি।
বিজ্ঞাপন
এরপরই দলের হাল ধরেন জো রুট ও জ্যাক ক্রলি। এর আগে ডাবল সেঞ্চুরি থাকলেও ১৮ টেস্টের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন ক্রলি। ২০০ বলে ১১৭ রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ১৫৮ বলে ৮৪ রান করে আছেন অধিনায়ক জো রুট।
এমএইচ