সাইফ স্পোর্টিং ক্লাবের আজকের দিনটি ভালো যায়নি। ফুটবলে জেতা ম্যাচ ড্রয়ের পর প্রিমিয়ার দাবাতেও বাজে দিন গেছে ক্লাবটির। দেশি-বিদেশি মিলিয়ে পাঁচ গ্র্যান্ডমাস্টার ও এক ফিদে মাস্টারের সমন্বয়ে তারকাখচিত দল সাইফ অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশ বিমানের বিপক্ষে ২.৫-১.৫ পয়েন্টে হেরেছে আজ। এই জয়ে বিমান দুই রাউন্ড শেষে পূর্ণ চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে আছে নিয়াজদের দল সাইফ স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ বিমানের ভারতীয় দুই গ্র্যান্ড মাস্টার অভিমান্যু পৌরনিক ও মিত্রভা গুহ যথাক্রমে সাইফ স্পোর্টিং ক্লাবের জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মচিডলিশভ্যালি মিখাইল ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেন। বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোউয়ার সাথে ড্র করেন। সাইফ স্পোটিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারান। 

দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে। বাংলাদেশ পুলিশের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি. গুকেশ, ভারতীয় জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এরিগেসি অর্জুন ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ভারতীয় ভারতীয় ফিদে মাস্টার এস হারশাদ, মোঃ আনিসুর রহমান ও মিহির লাল দাসকে পরাজিত করেন। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ভারতীয় পানিসার বিদান্ত, বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিবের সাথে ড্র করেন।

লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবকে পরাজিত করে। লিওনাইনের পক্ষে দুই ভারতীয় আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পল ও অরন্যক ঘোষ যথাক্রমে শাহিন চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জিকে পরাজিত করেন। লিওনাইন চেস ক্লাবের মোঃ আবজিদ রহমান শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওনের সাথে ড্র করেন। শাহিন চেসের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভি প্রনভ লিওনাইনের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনকে পরাজিত করেন।

রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ভারতীয় গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়নান উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ভারতীয় নিতিশ ভেলুকারকে পরাজিত করেন। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান, ভারতীয় গ্র্যান্ড মাস্টার সংকল্প গুপ্ত ও অনত চৌধুরী যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভারত সুভ্রমানিয়াম ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামের সাথে ড্র করেন।

বাংলাদেশ নৌবাহিনী ২-২ গেম পয়েন্টে তিতাস ক্লাবের সাথে ড্র করেন। নৌবাহিনীর নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল  ইসলাম ও ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ যথাক্রমে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে পরাজিত করেন। তিতাস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও গ্র্যান্ড মাস্টার হিমাংশু শর্মা যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিহনাজ উদ্দিন ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন। ম্যানহা’স ক্যাসল এ রাউন্ডে শেখ রাসেল চেস ক্লাবের সাথে ৩-১ গেম পয়েন্টে পরাজিত করে। ম্যানহা’স ক্যাসেলের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার হার্ষা ভারতাকুটি, জাবেদ আল আজাদ ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার মেনডোনকা লিওন লুকে যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর, শফিক আহমেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়াকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার দীপ্তায়ন ঘোষ ম্যানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে পরাজিত করেন। 

এজেড/এনইউ