সবশেষ টেস্ট সেঞ্চুরিটা ছিল সেই ২০১৯ সালে। এরপর থেকে দুই বছর সাদা পোশাক গায়ে চড়িয়ে সেঞ্চুরি ছিল না বাবর আজমের ব্যাটে। শেষ দুই বছরে সীমিত ওভারের ফরম্যাটে যেভাবে তিনি পারফর্ম করেছেন, তাতে কথা উঠছিল টেস্ট আঙিনায় বুঝি বাবরের ব্যাটটা ঠিকঠাক কথা বলে না, অন্তত সীমিত ওভারের ফরম্যাটের মতো তো বটেই। বাবর যেন সেসবের জবাবও দিলেন এক ইনিংসেই। তাতে রেকর্ড বইয়ে তোলপাড়ই ফেলে দিয়েছেন তিনি।

তিনি যখন উইকেটে এলেন, তখন দল রীতিমতো কাঁপছে। পাঁচশ’ রান তাড়া করতে নেমে ২ উইকেট নেই ২১ রানেই। সেখান থেকেই আবদুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে দলকে টেনে তুললেন খাদের কিনারা থেকে, গড়লেন ২২৮ রানের জুটি গড়ে। তবে আবদুল্লাহ ফিরেছেন সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থেকে। 

তবে বাবর অন্যপাশে ছিলেন অবিচল। সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন আগের দিনই, আজ এগোচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। তবে তার সে ইচ্ছা পূরণ হয়নি। ১৯৬ রানে ন্যাথান লায়নের শিকার বনে ফিরেছেন সাজঘরে। 

ডাবল সেঞ্চুরিটা হয়নি, তবে তার সে অতৃপ্তি উবে গেছে দল জয়ের সমান এক ড্র পাওয়ায়। একগাদা রেকর্ড ভেঙেছেন, সেসব এখন তাই তার উপরি পাওনা। 

আজ বাবরের ঝুলিতে চলে গেছে পাকিস্তানের হয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসটি। এতদিন পাকিস্তানের হয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তিটি ছিল ইউনুস খানের। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের চতুর্থ ইনিংসে করেছিলেন অপরাজিত ১৭১ রান। এই ইনিংসে বাবর তো সেটা ভেঙেছেনই, করেছেন আরও ২৫ রান রান বেশি।

চতুর্থ ইনিংসে সর্বোচ্চ বল খেলার রেকর্ডটাও আজ তিনি নিজের করে নিয়েছেন। ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে। আজ তিনি ১৯৬ রান করতে খেলেছেন ৪২৫ বল। চতুর্থ ইনিংসে পাকিস্তানের কেউ এত বল খেলেনি কোনো দিন। এর আগের সর্বোচ্চ ছিল ৩৬৯ বলের। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের শেষ ইনিংসে ৩৬৯ বলে অপরাজিত ১৪৮ রান করে ম্যাচ বাঁচিয়ে দিয়েছিলেন শোয়েব মালিক। বাবর আজ মালিকের সেই রেকর্ডটাকেও দিয়েছেন দুইয়ে ঠেলে। 

এ তো গেলো চতুর্থ ইনিংসে দেশীয় সব রেকর্ড, বাবর আজ আন্তর্জাতিক অঙ্গনের রেকর্ডেও তোলপাড় ফেলে দিয়েছেন। বাবরের ১৯৬ রান টেস্টের চতুর্থ ইনিংসে যে কোনো দেশের অধিনায়কের জন্য সর্বোচ্চ। এই রেকর্ডটা অবশ্য বাকি দুই রেকর্ডের তুলনায় বেশ পুরনো। ১৯৯৫ সালে ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৫ রান করেন। আজকের ১৯৬ রানে বাবর সেই রেকর্ডটাও কেড়ে নিয়ে নিজের করে নিয়েছেন। 

এনইউ