আগের ম্যাচে ভালো শুরু পেয়ে ফিফটি তুলে নিয়েছিলেন এনামুল হক বিজয়। তবে পঞ্চাশের কোটা পূরণ করে থামেন ৬০ রানে। নবাগত সিটি ক্লাবের বিপক্ষে যেভাবে খেলেন তিনি, তাতে অনায়াসে সেঞ্চুরি পেতে পারতেন। সে ম্যাচে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও আজ সেই ক্ষততে প্রলেপ দিয়েছেন। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে শতক তুলে নিয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক আর রূপগঞ্জ টাইগার্স। ডিপিএলের দ্বিতীয় রাউন্ডে রূপগঞ্জের বোলারদের একেবারেই সুবিধা করতে দিচ্ছেন না বিজয়। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান নিয়ে ১০৮ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। যেখানে সমান ৬টি করে চার-ছক্কা হাঁকান বিজয়।

ইনিংসের ৩৭তম ওভারে শফিকুল ইসলামকে ডিপ এক্সটা কাভারে খেলে ১ রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন বিজয়।

শতকের পথে ছুঁটছেন প্রাইম ব্যাংকের আরেক ব্যাটসম্যান নাসির হোসেন। দলীয় ৬১ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন নাসির, গড়েন বিজয়ের সঙ্গে পার্টনারশিপ। মাত্র ৪৯ বলে অর্ধশতকের স্বাদ পাওয়া নাসির এই প্রতিবেদন লেখার সময় ৮৯ বল খেলে ৮৭ রানে অপরাজিত আছেন। 

টিআইএস